হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের কাটা পড়ে মোঃ সাইমুন আল সাবিদ (১৩) এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগসট) সন্ধ্যায় হাটহাজারী নাজিরহাট রেল লাইনের পৌরসভার মাটিয়া মসজিদ সংলগ্ন রেল লাইন এ ঘটনা ঘটে। সে ধলই ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় মোঃ ইলিয়াস এর পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাইমুন ধলই ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় থেকে প্রতিদিন প্রাইভেট পড়তে হাটহাজারী মেডিকেল গেইট এলাকায় আসে। প্রতিদিনের মত প্রাইভেট শেষে ট্রেনে করে বাড়ি ফিরার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকলে অসর্তকতাবসত ট্রেন থেকে পড়ে যায়। সেখানে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সে কাটিরহাট মফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসায় ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
সহকারি স্টেশন মাস্টার জয়নাল আবেদীন ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।