চট্টগ্রামে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রেল লাইনের পাশ থেকে মাথা দ্বিখন্ডিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) ভোর ৬টার দিকে দেওয়ানহাট সংলগ্ন রেল লাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাথা দ্বিখন্ডিত অবস্থায় মরদেহটি উদ্ধার হলেও এটা কি হত্যা নাকি আত্মহত্যা তা পুলিশ এখনও নিশ্চিত নয়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই সালাউদ্দিন খান নোমান জানান, ভোরে খবর পেয়ে আমাদের একটি টিম ওই যুবকের মরদেহ উদ্ধার করি। তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। তদন্ত শেষে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

আরও পড়ুন