মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ফরিদ আহমেদ (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ আহমেদ (৬৩) জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের কোব্বাত ভূইয়া বাড়ীর বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শী রিফাতুল ইসলাম রিফাত জানান, সোমবার সকাল ৮ টার দিকে বিএসআরএম স্টীল মিলের উত্তর পাশে চেয়ারম্যান রোড়ের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখি। মাথায় আঘাত দেখে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ মারা গেছেন।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শাহীনুল হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ ফরিদ আহমেদ মারা যান। তিনি বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীনভাবে জীবন অতিবাহিত করছেন।

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের উর্ধ্বতন উপ-প্রকৌশলী রিটন চাকমা বলেন, আমি ট্রেন দুর্ঘটনায় একজন মারা গেছে জেনেছি। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মিরসরাইয়ের বিএসআরএম এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি।

আরও পড়ুন