মিরসরাই ট্রেন দূর্ঘটনা
সপ্তাহ পরেও আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির রিপোর্ট
মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ পর্যটক নিহতের ঘটনায় এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি দুইটি তদন্ত কমিটি। ঘটনার এক সপ্তাহ হলেও তদন্তের স্বার্থে আরও সময় দেওয়া হয়েছে কমিটি দুইটিকে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।
২৯ জুলাই দুর্ঘটনারদিনই দুইটি তদন্ত কমিটি করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন সংশ্লিষ্টরা।
পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনকে প্রধান করে একটি ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীকে প্রধান করে আরেকটি কমিটি গঠণ করা হয়। কমিটি দুইটিতে ৪ জন করে সদস্য রাখা হয়েছে। ৩১ জুলাই থেকে কার্যক্রম শুরুর পর নির্ধারিত সময় অনুযায়ী ২ আগস্ট তদন্ত শেষ হওয়ার কথা। তবে উভয় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সময়সীমা আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। তবে মঙ্গলবারও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুইটি কমিটি।
জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী সপ্তাহের শুরু অথবা মাঝামাঝি সময়ে তদন্ত রিপোর্ট জমা দিতে পারে। গঠিত কমিটিগুলো তদন্তের স্বার্থে ব্যাপকভাবে কাজ করছে। প্রত্যক্ষদর্শী, যাত্রী, স্থানীয় বাসিন্দা, আহত হয়ে যারা চিকিৎসাধীন আছে তাদের এবং রেলসংশ্লিষ্ট লোকজনের বক্তব্য নিয়ে কাজ করতে সময় লাগছে। এছাড়া টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখবে। এরপর প্রতিবেদন জমা দেবে। তাড়াহুড়ো না করে সময় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের সবাই ছিল মাইক্রোবাস আরোহী। তাদের সবাই হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া ও আশপাশের গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ৯ জন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র। খন্দকিয়া যুগীরহাট এলাকার আরএনজে কোচিং সেন্টারের এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে ৪ শিক্ষক পিকনিকের উদ্দেশ্যে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ২৯ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া ঝর্ণা রেলক্রসিংয়ে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১১ জন নিহত। এ সময় আহত হন আরো ৭ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাইয়ে ট্র্রেন দুর্ঘটনা: এক সপ্তাহ পর মারা গেলো আয়াত – CTG SANGBAD24
খৈয়াছড়া ঝর্ণায় কমেছে পর্যটক, আতঙ্ক বিরাজ করছে আগন্তুকদের মাঝে – CTG SANGBAD24
সবাই ব্যস্ত ছবি-ভিডিও ধারণে, উদ্ধারে এগিয়ে এলো সমাজকর্মী মোস্তফা – CTG SANGBAD24
মহানগর প্রভাতী মিরসরাইয়ে ১১জন মেরে পাহাড়তলীতেও নিলো এক প্রাণ – CTG SANGBAD24
মিরসরাই ট্রেন দুর্ঘটনা : আহত নিহত ১৫জনের পরিচয় সনাক্ত – CTG SANGBAD24
গেটম্যান ছিলোনা দাবি প্রত্যক্ষদশীর, সিগন্যাল মানেনি দাবি রেলের – CTG SANGBAD24
মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা : হাটহাজারীর ১১ তরুণ নিহত – CTG SANGBAD24