মহানগর প্রভাতী মিরসরাইয়ে ১১জন মেরে পাহাড়তলীতেও নিলো এক প্রাণ
চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসের ১১ আরোহীকে মেরে দিয়ে নগরীর পাহাড়তলী এলাকায় এসে সেই মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে পাহাড়তলী পুলিশ বিট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মহানগর প্রভাতী ট্রেনে একজন আত্মহত্যা করেছেন এমন সংবাদ রেলওয়ে কন্ট্রোল রুম থেকে পেয়েছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
এর আগে একই ট্রেনে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ১১জনের প্রাণহানি ঘটে।
মিরসরাই ট্রেন দুর্ঘটনা : আহত নিহত ১৫জনের পরিচয় সনাক্ত – CTG SANGBAD24
গেটম্যান ছিলোনা দাবি প্রত্যক্ষদশীর, সিগন্যাল মানেনি দাবি রেলের – CTG SANGBAD24
মিরসরাইয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা : হাটহাজারীর ১১ তরুণ নিহত – CTG SANGBAD24