চট্টগ্রাম শহরে বসবাসরত চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জবাসীর সংগঠন “ফরিদগঞ্জ জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম“ এর এক পূর্বনির্ধারিত সভা বৃহস্পতিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ আহমদ খান, মহসিন মোল্লা, আবুল কাশেম মোল্লা, লিয়াকত হাসান তালুকদার, মোহাম্মদ এনামুল হক, মোঃ কামাল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম হোসেন, মোঃ মোশারফ হোসেন সাজু, মোহাম্মদ আলী হোসেন প্রমুখ।
সভায় আলোচনা পর্যালোচনা শেষে আগামী ৮জুন, ২০২৪ইং (শনিবার) সংগঠনের জরুরী সাধারণ সভা আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনে সদস্যরা তাদের মতামত তুলে ধরেন