চন্দনাইশে ভবনের দোতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে ভবনের দোতলা থেকে পড়ে কাজী মোহাম্মদ আবদুল আলম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে এদূর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলম দক্ষিণ গাছবাড়ীয়া এলাকার কাজী বাড়ির মৃত ফোরক আহমদের ছেলে।
৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লোকমান হাকিম জানান, “৯নম্বর ওয়ার্ডে একটি ভবনের দোতলায় জানালার গ্রীল লাগানোর সময় দোতলা থেকে ছিটকে নিচে পড়ে যায় আবদুল আলম। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানকার চিকিৎসক আবদুল আলমকে মৃত ঘোষণা করেন।”
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পাঁচলাইশ থানা থেকে আমাদের মতামত জানতে চাইলে পরিবারের কোন অভিযোগ না থাকার বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি।