মিরসরাইয়ে নির্মাণাধীন কারাখানা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্মানাধীন একটি কারখানার ৪ তলা থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে বসুন্ধরা গ্রæপের ক্যামিকেল কারখানায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জামিনুর রহমান (৩৫)। সে নীলফামারী জেলার জলডাঙ্গা থানার পূর্ব ফুটাপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র।

একই কারখানার শ্রমিক আতিকুর রহমান আলাল বলেন, শনিবার দুপুরে শ্রমিক জামিনুর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বসুন্ধরা এলাকায় বসুন্ধরা গ্রæপের নির্মানাধীন ক্যামিকেল ফরমিক সেক্সনের ৪ তলায় কাজ করছিলেন। এসময় হঠাৎ করে সে নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে মূর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ফাহিম বলেন, শনিবার দুপুর ২ টার দিকে জামিনুর রহমান নামে এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগে সে মারা গেছে। ওই শ্রমিকের বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, শিল্পজোনে একটি কারখানায় কাজ করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে মারা যাওয়া জামিনুর রহমান নামে এক শ্রমিকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বসুন্ধরা গ্রæপের ম্যানেজার (এডমিন) নুরুল আলমের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

আরও পড়ুন