বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় হাফ ম্যারাথন দৌড়

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন।

আগামী ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক হয়ে দশ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা চত্ত্বরে এসে শেষ হবে ।

ম্যারাথন দৌড় সফল করতে মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনাতনে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, মুক্তিযোদ্ধা কমান্ডর আবদুল মান্নান, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, এমএ কাইয়ুম শাহ, কলিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, সাংবাদিক নুরুল ইসলাম, মোরশেদ হোসেন ও হুমায়ন কবির শাহ সুমন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণ ও বিজয় দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলায় প্রথম বারের মতো এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অনলাইনে আবেদন করবে। এজন্য উপজেলা ওয়েবসাইটে একটি লিংক দেওয়া হয়েছে।

আরও পড়ুন