ঢাকায় মহাসমাবেশের পর ছন্নছাড়া বিএনপি চট্টগ্রামে আর দাঁড়াতেই পারেনি। চলমান অবরোধ হরতাল কর্মসূচীতে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল হলেও মহানগর বিএনপি’র নেতাদের উপস্থিতিতে বড় কোন মিছিল মিটিং করতে পারেনি দলটি। আত্মগোপনে থাকা নেতাদের তাই মাঠেও দেখা যায়নি ২৮ অক্টোবরের পর।
আগামী ১০ ডিসেম্বর (রবিবার) কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচী পালনের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।
পুলিশের নগর বিশেষ শাখা বরাবর মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএনপি’র দপ্তর সম্পাদক ইদ্রিস আলী কর্তৃক লিখিত আবেদনে বলা হয়, “আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর কাজির দেউড়ী নুর আহমদ সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সমাবেশ অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা এবং মাইক ব্যবহারে সহযোগিতা কামনা করা হয়।“
চট্টগ্রাম মহানগর বিএনপি’র দফতরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করার কর্মসূচী ঘোষণা করেছে কেন্দ্র। চট্টগ্রাম মহানগর বিএনপি’র পক্ষ থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) চিঠি দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। এ মানববন্ধন কর্মসূচীতে দলের দায়িত্বশীল নেতারা অংশ নিবেন ইনশাল্লাহ।