বোয়ালখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশের প্রস্তুতি সভা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার প্রস্তুতি হিসেবে বিশেষ আইন শৃঙ্খলা সভা করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর ) সন্ধ্যায় বোয়ালখালী থানার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আছহাব উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড.আশিক মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। পূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণ করতে পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে। সবাইকে ধর্মীয় রীতি নীতি মেনে চলতে হবে।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন