দেশব্যাপী বিএনপি’র ঢাকা অবরোধে রবিবার (৩ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল পিকেটিং ও বিক্ষোভ করেছে সীতাকুন্ড উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সাহাব উদ্দিন রাজুর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এ সময় বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তি দাবি করে নেতারা শ্লোগানে শ্লোগানে রাজপথে অবস্থান নেন। নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারকে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য পাতানো নির্বাচনী খেলায় ব্যস্ত রয়েছে। কিন্তু এদেশের জনগণ তাদের সে স্বপ্ন পূরণ হতে দিবে না। তাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে। দাবি আদায়ে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেন।
মিছিল থেকে সীতাকুন্ডের জনপ্রিয় নেতা বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।