চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনীর একটি সেন্টারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিমের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, প্রধান সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আহমদ, আবদুল মালেক, কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আবুল মনচুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, মোহাম্মদ রফিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করে বিপুল ভোটে সফল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে বিজয়ী করতে হবে। আর সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কার্যকরী কমিটি।’