চট্টগ্রামে ১৫ মামলার পলাতক আসামী মোঃ আইয়ূবকে ৫শ ইয়াবাসহ গ্রেফতার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বহদ্দারহাট পাইলট কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আইয়ুব (৪০) ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা গ্রামের মো. আলীর ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ভোরে ইয়াবাসহ মো. আইয়ুব নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে ২০১০ সালের চান্দগাঁও থানার দ্রুত বিচার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় মাদক, অস্ত্র, ডাকাতি এবং দ্রুত বিচারসহ ১৫টি মামলা রয়েছে।