চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নার্সিং বিভাগে কর্মরত নার্সিং অ্যাটেনডেন্ট মরহুমা হাসিনা আক্তারের আত্মার মাগফেরাত কামনায় সহকর্মীদের উদ্যোগ কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার।
শুক্রবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক প্রশাসন ডাক্তার আশরাফুল করিম ও উপ পরিচালক প্রশাসন মোঃ মোশারফ হোসেনসহ আজীবন সদস্যবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে মরহুমার অতীত জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে বেহেস্ত নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মরহুমার পরিবারকে এ শোক সইবার শক্তিদানের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়।