শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে জিয়া বাবা এগ্রো ফার্মের উদ্যোগে বস্ত্র বিতরণ
চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জিয়া বাবা এগ্রো ফার্মের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর ) উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুরস্থ জিয়া বাবা এগ্রো ফার্মের নিজস্ব ভবনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এগ্রো ফার্মের চেয়ারম্যান লিটন কান্তি মহাজন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন নোমান।
হিন্দু মহাজোট হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আচার্য্য এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব (একাংশের) সভাপতি কেশব কুমার বড়ুয়া, ধলই ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আজম, হাটহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বাবলু দাশ, বিশিষ্ট সমাজ সেবক তান্ত্রিক দুর্গাপদ আচার্য্য।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী সমন্বয় পরিষদ এর যুগ্ম সম্পাদক ছোটন দাশ, শিবু দে, সুমন বৈষ্ণব,সোহেল সিকদার, বাদল দাশ ও রুদ্র নিল আচার্য্য প্রমূখ।
শুরুতে পবিত্র গীতাপাঠ করেন ভৈরব আচার্য্য। অনুষ্ঠানের শেষে এলাকার শতাধিক পুরুষ ও মহিলাদের মাঝে অতিথিবৃন্দ বস্ত্র বিতরণ করেন।