“এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।” এই শ্লোগানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কলেজে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ রবিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির হলরুমে অধ্যক্ষ মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী প্রেস ক্লাব সভাপতি এসএম নাসির উদ্দীন বাবলু, দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষানুরাগী সদস্য মোঃ মীর কাশেম।
শিক্ষক বিমল কান্তি সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির দাতা পরিবারের সদস্য নাজমুল হোসাইন, ইমরান হোসেন ফারুকী, প্রভাষক আহমদ শফি, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সোহেল প্রমূখ।