মিরসরাইয়ে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময় থাকতে তত্ত্বাবধায় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত পদত্যাগ করুন। এই সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না। আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা দুইটি নির্বাচন দেখেছি। এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ছাড়া সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড় মার্চে মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চাই না, আমরা জনগণের জন্য ভোট করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেত্রী খুব অসুস্থ তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলন করে তাকে মুক্ত করব ইনশাআল্লাহ।’
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার দুর্বার আন্দোলন।’
মিরসরাইবাসীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন। এই মিরসরাই থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে অপমানের প্রতিশোধ নিতে মিরসরাইবাসী হিসেবে আপনাদের দায়িত্ব নিতে হবে। বিএনপি নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী । তিনি বলেন, ‘আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোড মার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নেই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। ভোট চোরের জায়গা এই দেশে হবে না। তাদের বিনা ভোটে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি একজোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে। এজন্য বিএনপি নেতাকর্মীদের আরও কিছুদিন রাজপথে থাকতে হবে।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্ল্যাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।