মিরসরাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

ইত্তেফাকুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ মিরসরাই উপজেলার উদ্যোগে দ্বিতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মদিনাতুল উলুম হাফেজিয়া নুরানী মাদ্রাসার ছাত্র তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমীর ছাত্র ইফতেখার আলম, তৃত্বীয় স্থান অর্জন করে মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইব্রাহীম।

বুধবার (২৭ মার্চ) বারইয়ারহাট বোর্ড অফিস জামে মসজিদে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ইত্তেফাকুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ’র সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন ও হাফেজ মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, সমাজসেবক মহসিন আলী, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সালা উদ্দিন ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কো-অর্ডিনেটর ফয়সল ভূঁইয়া, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশনের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, এএমএস কনসালটেন্ট এন্ড কন্সট্রাকশনের পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, মক্কা ট্রেডার্সের সত্বাধিকারী সাইফুল করিম রিপন, ইত্তেফাকুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ’র শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা হাসানুল করিম আজিজী, অর্থ সম্পাদক ফয়জুল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মুখতার, মাওলানা আবদুল আজিজ রিয়াজ, হাফেজ মাওলানা আরিফ হাসান, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন জামালপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা মকছুদ আহমদ। এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সেরা প্রথম ১০ জনকে আকর্ষনীয় পুরস্কার, বিজয়ীদের মধ্যে সেরা ২০ জনকে কুরআনিক এ্যাওয়ার্ড, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল হাফেজে কুরআনকে অংশগ্রহণ সনদ এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রের প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন