উখিয়ায় অস্ত্র গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান (এলজি),৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

রবিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের সাব ব্লক-ই/৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,১৩ নম্বর ক্যাম্পের ৪/ ই-ব্লকের নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২৩)একই ক্যাম্পের ৩/ই-ব্লকের মকবুল আহমেদ এর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি), ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের (সহকারী পুলিশ সুপার) মোঃ সালাহ উদ্দিন কাদের রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিক্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পোর আওতাধীন ১৩ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করাকালীন সময়ে ২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে ১টি ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
অস্ত্রগুলিসহ গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন