বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাতঘড়িয়া পাড়ায় পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে র্যালী করেছে সাতঘড়িয়া পাড়া হোসাইনী কাফেলা ও এলাকাবাসী।
রোববার(১অক্টোবর) সকাল ৯টায় সাতঘড়িয়া পাড়া জামে মসজিদ মাঠে থেকে এই বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি ধামাইরহাট টু রানীরহাট ডিসি সড়ক দিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ মাঠে এসে এ-র্যালী শেষ হয়।
পরে বিকাল ৪টায় মসজিদ মাঠে এ উপলক্ষে সুন্নী সম্মেলন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ মোরশেদুল হক চৌধুরী রুবেল’র সভাপতিত্বে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা হাফেজ ওসমান গণি আল-কাদেরী, শিক্ষক মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী।
উদ্বোধক ছিলেন হাফেজ মাওলানা আলাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী, নুর মোহাম্মদ আজাদ, বিশেষ বক্তা ছিলেন মাওলানা রমজান আলী আল কাদেরী, মাওলানা আবু নাসের আজাদ, মাওলানা খোরশেদুল আলম আল কাদেরী, মাওলানা আব্দুল খালেক আল কাদেরী, মাওলানা হাফেজ কলিম উল্লাহ।
সাতঘড়িয়া পাড়া হোসাইনী কাফেলার সভাপতি নেজামুল হক নাজু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী সাব্বিরসহ সংগঠনের সম্পাদক ও সদস্য বৃন্দরা।
সুন্নী সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেন সাতঘড়িয়া পাড়া প্রবাসী জনকল্যাণঐক্য পরিষদ ও এলাকাবাসী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখা।