ফটিকছড়িতে দূর্বৃত্তদের হামলার শিকার ব্যাংক কর্মকর্তা
ফটিকছড়ির বক্তপুরে শাহজাহান স্বপন নামে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা। ২৩ সেপ্টেম্বর রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত স্বপন চাকুরীর সুবাদে চট্টগ্রাম শহরে থাকেন। শনিবার মাগরিবের নামাজ শেষে শহরে চলে যেতে ঘরে পোষাক পরিধান করছিলেন তিনি। এমন সময় তাঁকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির পাশে রাস্তার উপর উপর্যুপরি আঘাত করে সিএনজি যোগে পালিয়ে যায়। এ সময় তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে আহত স্বপনের ছোট ভাই খোকন জানান, তার ভাই একজন শান্ত প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। জানামতে তাঁর সাথে কারো বিরোধ নেই। এক সময় তিনি রাজনীতির সাথে জড়িত থাকলেও এখন চাকুরী নিয়েই ব্যস্ত থাকেন। কেন এ ঘটনা কিছুই বুঝে উঠতে পারছিনা।