উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে দেশিয় তৈরী অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উখিয়ার ইরানী পাহাড় ক্যাম্প-০৮/ওয়েস্ট এর ব্লক-আই/১৮ তে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল।

গ্রেপ্তার জুনায়েদ (১৯), উখিয়ার সাব ব্লক-এ/১৬, মেইন ব্লক-সি এলাকার আব্দুর রহমানের ছেলে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়ার ইরানী পাহাড় ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালায় এপিবিএনের একটি দল। অভিযানে ক্যাম্প-০৮/ওয়েস্ট এর ব্লক-আই/১৮ এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে অভিযানে ১টি ওয়ান শুটারগান, রিভলবারের গুলি ৭টি, শটগানের কার্তুজ ৪টি, রাইফেলের গুলি ১৩টি, রাইফেলের গুলির ১৯টি খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুনায়েদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুনায়েদকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক।

আরও পড়ুন