চট্টগ্রামের রাঙ্গুনিয়া পারুয়ায় আধুনিক ব্যাংকিং সুযোগসুবিধা নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) সকালে পারুয়া হাজারীহাট হাজী কাশেম মার্কেটে শান্তিরহাট শাখার অধীনে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এ সময় উপস্থিত ছিলেন হাজী কাশেম মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার আবুল কাশেম তালুকদার, গ্লোবাল ইসলামী ব্যাংক শান্তিরহাট শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুল হামিদ, পারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, পারুয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি কাজী জহির, বিজয় সেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস তালুকদার, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ,মো. ইউসুফ, ফরিদ, পারুয়া ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা কাঞ্চন চৌধুরী সানি, পারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, আলমগীর হোসেন তালুকদার, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজু বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মনসুর, আরাফাত হোসেন তালুকদার, আবু হানিফ, ছাত্রলীগ নেতা ইমরান-সহ ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দরা।