বাঁশখালীতে গবাদীপশু পালন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে শনিবার (১৮ মে) সকালে বাঁশখালী ইকোর্পাকের হলরুমে জীবিকা নির্বাহের জন্য দক্ষতা উন্নয়ন ও গবাদীপশু পালন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
বাঁশখালী ইকোপার্কের কর্মকর্তা মো. ইসরাঈল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, সাংবাদিক ও সমাজকর্মী কল্যাণ বড়ুয়া মুক্তা। এ সময় বিসিএফ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম সংরক্ষণ ফোরাম (বিসিএফ) এর ১১০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন