চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকাল ৪টার সময় গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমএ জিন্নাহ, ইউপি চেয়ারম্যান যখাক্রমেঃ আব্দুর রহিম চৌধুরী, আহমদুর রহমান, আব্দুল আলীম, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, খোরশেদ আলম টিটু, আনিসুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সহ-সভাপতি তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আনম আবু ছালেহ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, আ.লীগ নেতা শাহাদাত নবী খোকা, যুবলীগ নেতা আজিজুর রহমান আরজু, ছাত্রলীগ নেতা মাসুদ চৌধুরী প্রমূখ।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন আব্দুল মান্নান আজাদ ও কেএম আমিন উল্লাহ্।

উদ্বোধনী খেলায় ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে ৫-২ গোলে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই ফাইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন