আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালিত

আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালী, কোরানখানী, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা করেন নেতৃবৃন্দরা।

পরে বিকালে চাতরী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্য্যলয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে। সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মোস্তাক আহম্মদ টিপু, মুহাম্মদ আনোয়ার, আবুল মনছুর চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, নুরুদ্দীন জাবেদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম চৌধুরী, উপ প্রচার সম্পাদক আরিফ উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস কলি। সভায় অন্যান্যদের মধ্যে নবী হোসেন, মুহাম্মদ রফিক, রবিউল হোসেন, আবু বক্কর, আজিজ খাঁন, মোহাম্মদ সাহেদ, মুহাম্মদ শওকত, সৈয়দুল হক টিপু, মুসলিম উদ্দীন, নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন, চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজাকারের মৃত্যু হলে ফাঁসি হলে এক শ্রেণির লোকের মায়া কান্না হয়। সেই দিন ‘বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় তাদের মানবতা আর মায়া কান্না কোথায় ছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে ছিল জিয়া। সেই খুনিদের দোসররা আবারও দেশে হত্যাযজ্ঞ চালাতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শোককে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নের সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

আরও পড়ুন