বোয়ালখালীতে ৭মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সুমন(৩৫ ) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই ) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো:সুমন হলেন, বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার পাড়া, এজাহার মিয়ার বাড়ী, তৈয়বিয়া মহল্লার মৃত জাফরের পুত্র।
বোয়ালখালী থানার অভিযোগ সূত্রে জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মোট ৭টি মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত ছিলেন সুমন। গ্রেফতার পরোয়ানাভুক্ত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসহাব উদ্দিন বলেন, গ্রেফতার সুমনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার পরোয়ানাভুক্ত হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিলেন।শুক্রবার তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।