মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার থেকে আবদুল হান্নান প্রকাশ লিটন (৩৩) নামে ১০ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
এর আগে সোমবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ফেনী সদর থানাধীন ফাজিলপুর গ্রামের বদুল হাই ওরফে জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবদুল হান্নান লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেফতার লিটনের বিরুদ্ধে ফেনী সদর, দাগনভূঁইয়া ও ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা, ৭ টি ডাকাতি মামলা, একটি অবৈধ অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।