বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ -এ প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমি সপ্তাহের শুভ উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
সোমবার (২২ মে) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিস সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।