আনোয়ারায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যে আনোয়ারায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ম) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসারের কার্যালয়ের সামনে ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। এসময় সেবাপ্রার্থী ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ইশতিয়াক ইমন বলেন, ভূমি মন্ত্রণালয়ের ই-নাম জারি ও স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বিশ্বে প্রসংশা অর্জন করেছে। এই অর্জন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের দক্ষ পরিচালনার কারণে।