চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত ১

চট্টগ্রামের চন্দনাইশে ট্রাক ও মোটরসাইকেলের দুর্ঘটনায় মো. ইকবাল (২৮) নামে একজন নিহত ও মো. ফোরকান (৪৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) রাত ৯টার সময় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল পাক্কা দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়ীয়া বানুর বাপের বাড়ির আব্দুল মালেকের ছেলে। আহত ফোরকান একই ওয়ার্ডের গাছবাড়ীয়া টাওয়ার পাড়া এলাকার মৃত গণি সিকদারের ছেলে।

চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান হাকিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রবিবার রাতে ইকবাল ও ফোরকান মোটরসাইকেলযোগে তাঁদের কনস্ট্রাকশন সাইডে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি বাদামতল পাক্কা দোকান এলাকায় এলে কক্সবাজারমূখী একটি ট্রাকের সাথে মুখোমুখি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। আর, আহত অবস্থায় ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুমন রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছে একজন নিহতের সংবাদ পেলেও মোটরসাইকেল কিংবা আহত নিহত কাউকেই পাইনি। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেছে। এর চালক ও হেলপার পলাতক রয়েছে। এটি উদ্ধার করতে হলে রেকার লাগবে। আপাতত আমরা ট্রাকটি পাহারা দিচ্ছি। এটি উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন