বঙ্গবন্ধু গোল্ডকাপ চন্দনাইশ উপজেলা চ্যাম্পিয়ন দোহাজারী পৌরসভা দল সংবর্ধিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ উপজেলায় চ্যাম্পিয়ন দোহাজারী পৌরসভা ফুটবল টিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তারের আয়োজনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবর্ধিত খেলোয়াড়েরা হলেন- মোহাম্মদ সবুজ, এহসান করিম জুবাইদ, সাবিদ খান নিরব, আরিফিন মোহাম্মদ হুসাইন, জহিরুল ইসলাম, মোহাম্মদ তানিম, মোহাম্মদ জিফাত, রবিউল হোসেন, সরোওয়ার হাকিম, আকিবুল ইসলাম তারেক, নোমানুর নূর সাইমন, মোহাম্মদ জাসেদ, ইফরাতুল আহমেদ জিতু, আবদুল্লাহ আল রাহাদ, ওয়ালিয়াছ মোহাম্মদ বোরহান, আবদুল্লাহ আল কায়য়ূম, টিম ম্যানেজার আরিফুল হককে সুমন, কোচ মুশফিকার উদ্দিন খান শিমুল।

এ-উপলক্ষ্যে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম জাহাঙ্গীর।

উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহ্ আলম মেম্বার, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ সদস্য আলহাজ্ব মো. লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার শওকত খান, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন।

এসময় উপস্থিত ছিলেন- দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নুরুল আলম, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন মেম্বার, রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন, জামিজুরী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, মমতাজ বেগম লিলি, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, আ.লীগ নেতা হারুন-অর-রশিদ, যুবলীগ নেতা ওবাইদুল আকবর টুটুল, আব্দুল হাকিম রাজু, জাহাঙ্গীর আলম প্রমূখ।

উল্লেখ্য গত ১ জুন বিকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দোহাজারী পৌরসভা দল বরকল ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন