চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তর পরিচালকের সাথে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ীদের মতবিনিময়

চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক খোরশেদুল হক ভুঁইয়ার সাথে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ীদের এক মতবিনিময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দোকান মালিকদের ৫৫(ক) ফরম/সদস্য ফরম নবায়ন, সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় শ্রম অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক খোরশেদুল হক ভুঁইয়া তার বক্তব্যে বলেন, নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। উক্ত মার্কেটের নির্বাচন অনুষ্ঠানের জন্য শ্রম অধিদফতর সর্বোচ্চ সহযোগীতা করবেন। অতি শিঘ্রই দোকান মালিকরা ৫৫(ক)/সদস্য ফরম নবায়ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাধারণ সভায় উপস্থিত হয়ে কার্যক্রম গতিশীল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহীম ভুঁইয়া, সাবেক সহ-সভাপতি মোঃ শাহাজাহান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব সালেহ আহমেদ মনু, বর্তমান কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য মোহাম্মদ মনির হোসেন বাপ্পি, আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন, সানাউল্লাহসহ আরও অনেকে।

আরও পড়ুন