চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেইড’র সেন্টার ফর এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন আর্কিটেক্ট-এর পরিচালক (ভারত) অধ্যাপক ড. অমিত শ্রীভাস্তাব সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার ( ৫ফেব্রুয়ারী) সকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. অমিত শ্রীভাস্তাব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেইড’র সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। শীঘ্রই এ বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হবে।
পরে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম আগত অতিথি ড. অমিত শ্রীভাস্তাবের হাতে চুয়েটের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় চুয়েটের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক উপস্থিত ছিলেন।