কক্সবাজারে ১৯১ চোরাই মোবাইল সেটসহ গ্রেফতার-৩

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৯১ টি চোরাই স্মার্টফোন সেট সহ তিনজনকে গ্রেফতার করেছে।
বুধবার ( ২৮ ডিসেম্বর) বিকাল থেকে রাতব্যাপী অভিযানে চালিয়ে চকরিয়া উপজেলার চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম -১,২ ও ৩ নামের তিনটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে এসব চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।
এসময় চোরাই মোবাইল সেট বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এসব মোবাইল সেটের আনুমানিক মূল্য আটাশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনজাগির পাড়া এলাকার রাজা মিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (২০) এবং একই উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আহমে নাসির উদ্দিন মোহাম্মদের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় চোরাই মোবাইলসেট সহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা চোরাই মোবাইল ফোন সেট ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন