চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাদামতলী মোড়ে অবস্থিত সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তির মাধ্যমে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক, ব্যবসায়ী, কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবৃন্দের সকল ধরণের প্যাথলজিকাল টেস্টে ৩৫% এবং অন্যান্য আনুসাঙ্গিক সেবাতে ৩০% পর্যন্ত সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনেসিনা ট্রাস্টের পক্ষে এ জি এম নিয়াজ মাখদুম শিবলী, এ্যাসিসটেন্ট ম্যানেজার মোঃ মোহিবুল্লাহ, মোঃ তৈয়বুর রহমান, রেজাউল করিম, রবিউল হাসান, ও নুরুল আমিন উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের পক্ষে সভাপতি আহমেদ হোসেন, সহ-সভাপতি ইব্রাহীম ভুইঞা, অর্থ সম্পাদক নাসির শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ পেয়ারু, নাজিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য রাশেদুল হাসান বাবরসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।