চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিনি ম্যারাথনের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার শুরু হয়। শারীরিক শিক্ষা শাখার ব্যবস্থাপনায় রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী থেকে ম্যারাথনের দৌড় শুরুর পয়েন্ট নির্ধারণ করা হয়। যা চুয়েট ক্যাম্পাসে এসে শেষ হয়।
মিনি ম্যারাথন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ইভেন্টে মাত্র ৪৬ মিনিটে গন্তব্যে পৌঁছে প্রথম স্থান অর্জন করেন ইইই বিভাগের মোঃ তানভীর আনজুম তানিম। এছাড়া পুরকৌশল বিভাগের নাজমুল শাহাদাত নাঈম দ্বিতীয় ও পিএমই বিভাগের আলিফ হোসেন তৃতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে আবাসিক এলাকার ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন তন্ময় মিত্র। এছাড়া মোঃ শরীফ দ্বিতীয় ও শফিকুল ইসলাম নয়ন তৃতীয় স্থান অর্জন করেন।
উল্লেখ্য, আগামী ৮ই মার্চ ২০২৪ খ্রি. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।