শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলো চুনতি ডট কম

চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চুনতি ডট কম। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এ শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ৭ম বারের ধারাবাহিক এই আয়োজনে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণির ৩৭০ এর অধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ আলহাজ্জ মাওলানা আবু বকর রফিক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডমিন প্যানেল সদস্য যাহেদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল। চুনতি ডট কম এর পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম । শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি বাড়ি মোস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন সভাপতি ও শিক্ষা সামগ্রী বিতরণের প্রধান পৃষ্ঠপোষক ইউএস এ্যাম্বাসির সাবেক সিনিয়র কর্মকর্তা বোরহান উল্লাহ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট উপদেষ্টা মাসুদ খান এফসিএ এফসিএমএ, সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, ওয়ার্ল্ড ব্যাংক লিড ফিনান্সিয়াল এনালিস্ট সুরাইয়া জান্নাত লাভলী এফসিএ, পাইওনিয়র ইন্স্যুরেন্স ডিএমডি ম‚ছা রেজা সিদ্দিকী, ওয়েস্টার্ণ মেরিন ইঞ্জিনিয়ারিং ডিএমডি আরিফুর রহমান খান, মাসুদ হাবিব খান কাজল প্রমূখ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাঈল মানিক, মিসেস হিলালী জাহান, ওয়াহিদুল হক, নিজাম উদ্দিন খান ফিলিপ, মোহাম্মদ আলী খান সুপন, নিয়াজুর রহমান খান নোমান, মোহাম্মদ নাঈম নিমু, আনজুমান এ তোলাবায়ে সাবেকিন সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সেক্রেটারি মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট মিনহাজুল আবরার, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, সাজ্জাদ খান, মাহমুদ জামান খান, শাহাদাত খান ছিদ্দিকী, মাহমুদুর রহমান ছিদ্দিকী তোয়াফ, আব্দুল হালিম, নাজেম উদ্দিন ছিদ্দিকী, আসমা উল্লাহ ইমরাত কাজি শরিফুল ইসলাম, কায়সার খান, চুনতি ইউপি সদস্য আল মোহতাদি, প্রকৌশলী সামির উদ্দিন রিপন, ফজলে এলাহি আরজু, মিজানুর রহমান ছিদ্দিকী রাজিন, কাজি রাকিবুল ইসলামসহ আরো অনেকে।

কার্যক্রমে এলাকার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বছর এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,চুনতি মেহেরুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি নলবনিয়া দারুল কোরান ইবতেদায়ী মাদ্রাসা,চুনতি আনসার ভি.ডি.পি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আই ই পি আদর্শ ইবতেদায়ী মাদ্রাসা। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল প্রতিটা ছাত্র-ছাত্রীর জন্য একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ স্কুল , ৬টি খাতা, কলম, পেন্সিল, ইরেজার এবং শার্পনারসহ একটি বক্স।

আরও পড়ুন