সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন হতে সাংবাদিকের এমনটা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ভোটের পরিবেশ নিয়ে কি কাজ শুরু করেছে নির্বাচন কমিশন- এমন প্রশ্নে জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন,  এই মুহূর্তে এ প্রশ্নের উত্তর দিতে পারব না। ভোটের পরিবেশ ইসি নিশ্চয়ই পর্যবেক্ষণ করতে থাকবে। নির্বাচন তিন মাস, চার মাস, ছয় মাস পরে হবে, কিন্তু পর্যবেক্ষণ ও প্রক্ষেপণ অবশ্যই সজাগ রাখতে হবে।’

জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ বিষয়ক প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা কোনোভাবেই চাইব না কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হোক।