সাউদার্ন ইউনিভার্সিটিতে মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুট কোর্ট সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ মুটকোর্ট প্রতিযোগিতা-২০২৩। সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আইন বিভাগের প্রধান মুর্তজা ইসলাম জোহানজেব তারেক এর সভাপতিত্বে আয়োজিত এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন এডভোকেট তৈয়ম আলী ইব্রাহিম, এডভোকেট সাইফুল আবেদীন, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ নাজাম উদ্দিন, এডভোকেট রূপম তালুকদার, সিদরাতুল মুনতাহা ত্রিনা ও তাফহিম উল ইসলাম।

প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক রওশন জাহান ফারহানা, প্রভাষক খাদিজাতুল কুবরা, মডারেটর ও প্রভাষক জাহেদুল ইসলাম এবং তারিন হাসান।

প্রতিযোগিতায় বেস্ট মুটার নির্বাচিত হন ইতরাত করিম, বেস্ট প্রমিজিং মুটার ইফতেফার ইয়াসমিন ইভা, বেস্ট রিসার্চার সবুজ চাকমা এবং বেস্ট মেমোরিয়াল টিম মেন্ডামাস।

এতে চ্যাম্পিয়ন হয় টিম বোনা-ফাইড ওয়ারিয়ার্স এবং রানার-আপ টিম ব্যাঞ্চ ওয়ারমার্স।

আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতায় তিন রাউন্ডে প্রিলিমিনারি, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন