আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লায়ন্স জেলার শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনভেনশন চেয়ারম্যান লায়ন তারেক কামাল, লায়ন সেতারা গাফফার, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন রোকেয়া হক, গভর্ণর এডভাইজার লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন এসকে নন্দী, লায়ন আশরাফুল আলম আরজু,  রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশিষ ভট্টাচার্য, লায়ন আব্দুল্লাহ আল কাদের, লায়ন আশরাফ উল্ল্যাহ, লায়ন হেলাল উদ্দীন আহমেদ, লায়ন তাহের আহমেদ, লায়ন খোরশেদ আলম, লায়ন ডাঃ প্রনব রন্জন বিশ্বাস, লায়ন বেলাল উদ্দীন, লায়ন নাদেরুজ্জামান, লায়ন আরজু, লায়ন ইসমত আরা, লায়ন সাইফুল, লায়ন আলাউদ্দিন, লায়ন জানে আলম, লায়ন, একেএম সালাহউদ্দিন, লায়ন সরোয়ার, লায়ন মমতাজুল ইসলাম, লায়ন ফাতেমা রহমান শিরিন, লায়ন আবদুল আওয়াল, লায়ন কামরুজ্জামান, লায়ন আবু তাহের, লায়ন কাশেম শাহ, লায়ন আনিস, লিও জেলা প্রেসিডেন্ট ইরফান মোস্তফাসহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।

আরও পড়ুন