চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনাকালীন চিকিৎসা সেবায় চট্টগ্রামে সেরা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সমাজসেবা অধিদপ্তর কতৃক চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা লাভ করেছেন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সমাজসেবা অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর কাছ থেকে হাসপাতালের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

উল্লেখ্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনাকালে প্রায় ২৮হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করে করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে। যা দেশ বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।। বেসরকারি পর্যায়ে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল প্রথম করোনা রোগীদের চিকিৎসা সেবা শুরু করে।

আরও পড়ুন