চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা, সম্মাননা প্রদান, পোষাক ও শিক্ষা সামগ্রি বিতরণ এবং সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া ও সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কফিল, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও এতিমখানার সদস্য, ভাতাভোগী, ঋণগ্রহীতা সহ নানা শ্রেণির উপকারভোগীগণ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমাজকর্মী, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা, শ্রেষ্ঠ এতিমখানা, তিনজন সফল ঋণ গ্রহীতাকে সম্মাননা প্রদান করা হয়, পাশাপাশি ২১ জন এতিম শিশুকে পোষাক ও শিক্ষা সামগ্রী এবং ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার শ্রেষ্ঠ সমাজকর্মী মুজিবুর রহমান, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থা সৈয়দাবাদ সবুজ সংঘ, শ্রেষ্ঠ এতিমখানা সাতবাড়িয়া শাহ সুফি আমানত ( রঃ) শিশু সদন, সফল ক্ষুদ্রঋণ গ্রহীতা কাঞ্চন সেন (পল্লী সমাজসেবা কার্যক্রম), রুবি আক্তার (পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম) ও মোঃ সোহেল উদ্দিন (দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম)কে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।