ভালবাসা মমতায় মোড়ানো চট্টগ্রাম সবসময় অতুলনীয় : লায়ন কাজী আকরাম

দেশের যে প্রান্ত যেভাবেই থাকিনা কেন, চট্টগ্রামকে ভুলতে পারবো না, ভুলা যায়না। ভালবাসা আর মমতার অন্য নাম চট্টগ্রাম। জীবনে যত কাছের মানুষ, আত্মীয়তা সব চট্টগ্রামকেই ঘিরে। তাই যখনই সুযোগ পাই চট্টগ্রামে আসার লোভ সামলাতে পারি না। এখানে সব প্রিয় মুখের একসাথে দেখা মেলে। তাই চট্টগ্রাম আমার কাছে অতুলনীয় এবং অনন্য এক আবেগের নাম। চট্টগ্রামের মানুষের যে ভালবাসা পেয়েছি তা অকত্রিম আর মায়ায় ভরা বলে অভিমত ব্যক্ত করেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদ্য সাবেক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

লায়ন কাজী আকরাম উদ্দিন আরও বলেন, “আমার লায়নিজমের শুরু এ চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকেই গভর্ণর নির্বাচিত হয়ে শেষে লায়নিজমের বিশ্ব অঙ্গনে কাজ করার সুযোগ মিলেছে। এখানে সব পরিচিত মুখ। হৃদ্যতা, মানবিকতা আর সেবার জগতে যা কিছু অর্জন তা এই চট্টগ্রামকে ঘিরেই। চট্টগ্রামের লায়নরাও অসাধারণ কাজ করছেন সুবিধা বঞ্চিত মানুষদের জন্য। তাই আমি সুযোগ পেলে চট্টগ্রাম আসাকে কখনওই মিস করি না।

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন ডা. দেবাশিষ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ পিএমজেএফ, লায়ন আল সাদাত দোভাষ, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল,  ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক, প্রাক্তন জেলা গভর্ণর যথাক্রমে লায়ন এম এ মালেক, লায়ন নাজমুক হক চৌধরী, লায়ন এসএম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু।

আরও পড়ুন