চট্টগ্রামে হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে বাসায় ঢুকে সুমন সাহা (৪৩) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রিয়াজুদ্দিন বাজারে আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ার নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সমুন ওই বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, রাতে কিছু লোক সুমন সাহার বাসা আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ঢুকে তাকে মারধর করে করে। এতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের জখম রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।