চবিতে কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচী

কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি (চবি) এর উদ্যোগে প্রায় অর্ধশত গাছের চারাগাছ রোপণ করা হয়েছে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ কার্যক্রমটি সম্পন্ন হয়। রবিবার (১৩আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন সংলগ্ন মসজিদের পাশ থেকে শুরু করে আলাওয়াল হল, শাহজালাল হল, এফ রহমান হল ও বায়োলজিক্যাল ফ্যাকাল্টির পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনটির সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আজিজুল হাকিম মাটি বলেন, বর্তমানে পর্যাপ্ত পরিমাণে গাছপালা না থাকায় বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গেছে। এমতাবস্থায় আমাদেরকে বৃক্ষরোপণ করা জরুরী হয়ে পড়েছে। সেই কথা চিন্তা করেই আমরা এই কর্মসূচিটি গ্রহণ করেছে।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীমা সীমা। তিনি বলেন, আমি কিশোরগঞ্জের না হলেও তারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের এধরণের কাজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে যেন তারা এধরণের পরিবেশবান্ধব কাজের সাথে যুক্ত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

আরও পড়ুন