যদি লাগান গাছ, বিপদে মাথায় পড়বে না বাজ : ওয়াসিকা

গাছ লাগাতে হবে দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য। নিজের বিপদ আপদে গাছ ভাল বন্ধু হিসেবেই হাত বাড়িয়ে দেয়। কেবল অক্সিজেন গ্রহণ কিংবা পরিবেশের ভারসাম্য ও সবুজের জন্য নয়, নিজের অর্থনৈতিক বিপদ আপদে গাছ স্বর্ণের চেয়েও বড় বেশি কাজ দেয়। তাই উপক‚ল রক্ষার পাশাপাশি নিজেকে রক্ষার জন্য হলেও গাছ লাগিয়ে বাসযোগ্য এলাকা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

শনিবার (১৩ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ব্র্যাকের পক্ষ থেকে ‘সবুজে সাজাই দেশ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের পৃথিবীর পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আজ থেকে ৫২ বছর আগে ১৯৭২ সালের ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। তিনি আরও বলেন, ‘ব্র্যাকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান বৃক্ষরোপণের মতো কর্মসূচির আয়োজন করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি সংস্থাটি সব সময় মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী। এ সময় ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন