চবিতে পাহাড় ধ্বসে আহত ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসে পড়েছে ও শাহী কলোনির একটি বসতঘরে পাহাড় ধ্বসের ঘটনায় একজন আহত হয়েছে। গত কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ধ্বসে রাস্তায় যান-চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও সোশ্যাল সায়েন্স ও টিচার্সদের বাসভবনের সামনের সড়কেও পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন স্থানে গাছের গুড়ি উপরে সড়ক বন্ধ হয়ে চরম দুর্ভোগের পরিস্থিতি বিরাজ করছে চবিতে।
চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, যেখানে যেখানে গাছ পড়েছে বøক আছে, সেগুলো সরানোর ব্যবস্থা চলছে। পাহড় ধসে একজন মাথায় আঘাত পেয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা কাজ করছি। বন্ধ শাটল ট্রেনও দ্রæত চালু করতে কাজ করছে বিশ^বিদ্যালয় প্রশাসন।