অটোরিকশা চালকদের দাবী ছিলো- বিমানবন্দর থেকে যখন অটোরিকশা পাওয়া যাচ্ছে তখনক্যাব কেন বুক করছেন ?
আদিত্য দে জানান, তারা চালকদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এক চালক তাদের সঙ্গে তর্ক শুরু করেন। এরপর সেই চালক ও অন্যরা তাদের মারধর করেন। অভিযুক্তরা তার চশমা ভেঙে দেয় ও নানান হুমকিও দেয়। এ সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে তারা মুক্তি পায়।
ঘটনার পরপরই বিমানবন্দর থানায় অটোরিকশা চালকদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও এখনও কাউকে আটক করা হয়নি।
সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল (এসভিপিআই) বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে কোনো বেআইনি কার্যকলাপ সহ্য করবে না। দুর্বৃত্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা বিমানবন্দরের সব ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ওপর বিশেষ নজরদারি শুরু করেছে।